উত্তরদিনাজপুর

অজানা হিংস্র পশুর হামলায় জখম ২৫ জন শিশু সহ এক মহিলা।

অজানা হিংস্র পশুর হামলায় জখম ২৫ জন শিশু সহ এক মহিলা।  বুধবার দিনের আলোতে দক্ষিণ ডাঙাপাড়া এলাকায় খেলছিলো  এলাকার বেশ কয়েকজন শিশু। এরপর আচমকা অজানা এক পশু তাঁদের ওপর হামলা চালায়। এক এক করে জখম হয় ২৫ জন শিশু ও একজন মহিলাক। অজানা পশুর হামলায় ব্যাপক আতঙ্ক ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মাটিকুন্ডার দক্ষিণ ডাঙাপাড়া  এলাকাবাসিদের মধ্যে। এই ঘটনায় গলায়,কানে, হাতে গালে মাথায় গুরুতর জখম নিয়ে  শিশু ও মহিলাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজানা ওই পশুর পরিচয় নিয়ে ধন্দে জখমদের পরিবার। কুকুর না বাঘ এই নিয়ে চলছে বিস্তর আলোচনা। হাসপাতাল সূত্রে জানা গেছে,  ২৫ জন  শিশু জখম  অবস্থায় ভর্তি হয়েছে হাসপাতালে। এবং এদের ৩ টি ক্লাসে ভাগ করে চিকিৎসা শুরু হয়েছে, ডাঃ বাবুদের মতে দুই এক  জন বাদে বাকি সবাই ক্লাস ৩ বাইট এর অন্তর্গত। এবং এই রকম ভয়ানক ক্ষত আগে কখনও এক সাথে এত জনের দেখা যায়নি । ঘটনার তদন্তে নেমেছে জেলা বন দফতর।  ইসলামপুর মহকুমা হাসপাতালর ভারপ্রাপ্ত সুপার আর .কে সিনহা বলেছেন, বন্য কোন পশুই শিশুদের ওপর হামলা চালিয়েছে বলে মনে হচ্ছে।  আমরা চিকিৎসা শুরু করেছি।